প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার মুখোমুখি তামিম-শান্তরা

15 March 2021, 8:09:44

আগামী ২০ মার্চ শুরু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ। মূল সিরিজ শুরুর আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। এই জন্য দুইটি দল গঠন করা হয়েছে। একটি দল তামিম ইকবালের নেতৃত্বে। অপরটি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। কুইন্সটাউনে আগামীকাল (মঙ্গলবার) ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টায়।

বাংলাদেশ স্কোয়াডে আছেন ২০ জন খেলোয়াড়। এই কারণে দুইটি একাদশ গড়তে নিউজিল্যান্ড থেকে অতিরিক্ত ৫ জন খেলোয়াড় নেয়া হয়েছে। এর মধ্যে তামিমের দলে আছেন ২ জন। আর শান্তর দলে আছেন ৩ জন।

গত ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে পৌঁছে শুরুতে ১৪ দিনে কোয়ারেন্টাইনে থাকতে হয় টাইগারদের। কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে অনুশীলন ক্যাম্প শুরু করেন তামিম-মুশফিকরা।

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নিউজিল্যান্ড ব্যাটসম্যান ১, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও নিউজিল্যান্ড প্লেয়ার ৪।

নাজমুল হোসেন শান্ত একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নিউজিল্যান্ড প্লেয়ার ২, নিউজিল্যান্ড প্লেয়ার ৩ ও নিউজিল্যান্ড প্লেয়ার ৫।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।