ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৬০ হুথি বিদ্রোহী নিহত

16 October 2021, 8:08:51

ইয়েমেনের পূর্বাঞ্চলের মারিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় দেশটির হুথি বিদ্রোহী গোষ্ঠীর অন্তত ১৬০ সদস্য নিহত হয়েছেন। হামলায় হুথিদের ১১টি সামরিক যানও ধ্বংস হয়েছে জানিয়েছে সৌদি জোট। দুদিন আগেই প্রদেশের আবদিয়া জেলায় ১৩৪ হুথিকে হত্যার দাবি করেছিল সৌদি জোট।

শনিবার সৌদি জোট নতুন করে আরও ১৬০ হুথিকে হত্যার দাবি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়, মারিবের আবদিয়া জেলায় জোটের বিমান হামলায় ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ওপর এই হামলা চালানো হয়। অন্তত ৩২টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।

বেশ কিছু দিন ধরে ইয়েমেনের এই প্রদেশে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত সপ্তাহে মারিবে সৌদি জোটের বিমান হামলায় ৪০০ জনের বেশি হুথি সদস্যের প্রাণহানি ঘটে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।