বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

4 April 2021, 10:11:31

আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, ‘বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ কমিটির সংশ্লিষ্টদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য এ নির্বাচন স্থগিত করা হয়েছে। বার কাউন্সিলের বর্তমান কমিটির মেয়াদ আগামী জুনে শেষ হবে। তার আগেই এ নির্বাচন সম্পন্ন করার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ১৮ মার্চ দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিল চেয়ারম্যান আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিনের স্বাক্ষরের পরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ১১ এপ্রিল, প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৫ এপ্রিল।

বার কাউন্সিলের এই নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে সারাদেশের প্রায় ৫০ হাজার আইনজীবী তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকেন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।