পুঁজিবাজারে লেনদেন চলবে আড়াই ঘণ্টা

14 April 2021, 12:08:31

করোনা মহামারি নিয়ন্ত্রণে সর্বাত্মক লকডাউনে পুঁজিবাজার বন্ধ থাকবে বলে যে সিদ্ধান্ত হয়েছিল তা প্রত্যাহার করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, লকডাউন চলাকালে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম জানান, আমরা আগেই বলেছিলাম, লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চললে পুঁজিবাজারের লেনদেনও চলবে। যেহেতু ব্যাংকিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, সুতরাং ডিএসই ও সিএসইতেও লেনদেন চলবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। এরপর ১৫ মিনিট ক্লোজিং সময় দেয়া হয়েছে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।