আবারও লকডাউনে মালয়েশিয়া

28 May 2021, 10:01:47

মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ থেকে ১৪ জুন পর্যন্ত সম্পূর্ণ লকডাউন কার্যকর থাকার কথা জানানো হয়। এর আগে ৭ জুন পর্যন্ত এমসিও ঘোষণা করেছিল সরকার।

শুক্রবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ জাতীয় সুরক্ষা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকেই এ সিদ্ধান্ত এল। ঘোষিত এ লকডাউনে একেবারেই প্রয়োজনীয় অর্থনীতির এমন কিছু খাঁত বাদে সবকিছুই বন্ধ থাকবে।

মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে ৬১ জনের। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ২ হাজার ৫৫২ জন।

এদিকে একদিনে রেকর্ড করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৯০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৫১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ১৩৯ জন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।