বাংলাদেশে আরও ৭ জনের ভারতীয় করোনার ধরন শনাক্ত

29 May 2021, 10:32:30

বাংলাদেশে নতুন করে আরও ৭ জন ব্যক্তির শরীরে ভারতীয় করোনার ধরনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই ৭ সাতজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বলে জানিয়েছে রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আই.ই.ডি.সি.আর।তবে এই ৭ জন ভারতে না গিয়েও করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত সাতজনের পাঁচজনই পুরুষ। পুরুষ পাঁচজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১৩ বছর। একজনের বয়স ৩০ বছর, আরেক জনের বয়স ২১ বছর। বাকি দুজন হলো ৫২ বছর বয়সী এবং ২৭ বছর বয়সী। বাকি দুজন নারী। নারী দুজনের বয়স একজনের ২৭ বছর, আরেকজনের ৩১ বছর। এই সাতজনের কেউই অবশ্য সম্প্রতি ভারত ভ্রমণ করেননি।

গত ৮ মে বাংলাদেশে প্রথম করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। করোনার এ ধরনটি ভারতে বেশ কয়েকবার রূপ বদল করেছে। এ ধরনটিকে ভ্যারিয়েন্ট অব কনসার্ন বা উদ্বেগজনক হিসেবে অ্যাখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।