Monday 1 July, 2024

For Advertisement

বুড়িগঙ্গা নদীতে বিস্ফোরিত ট্রলার থেকে লাশ উদ্ধার

26 June, 2024 6:34:07

নারায়নগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বিস্ফোরিত তেলবাহী ট্রলারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময় পুড়ে যাওয়া ট্রলার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ‘একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। ট্রলারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হয়েছি।’

এর আগে, আজ দুপুর ১টার দিকে তেলের ড্রামবাহী ট্রলারে আগুন লাগে। এসময় ট্রলারে রাখা ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণের শব্দে মসজিদ, বাসাবাড়ি ও থানাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। সেসময় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ট্রলারে করে তেল বরিশালের মনপুরায় পাঠানো হচ্ছিল বলে জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান। তিনি বলেন, ‘ট্রলারে চার জন শ্রমিক ছিলেন। তারা ট্রলারের ভেতরে রান্না করছিলেন। আশঙ্কা করা হচ্ছে, সেখান থেকে হয়তো আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore