সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাকসিন গ্রহণে নির্দেশনা

18 July 2021, 7:38:22

সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে, সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের যেসব কর্মকর্তা ও কর্মচারী এখনও কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের নিবন্ধন সম্পন্ন করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিমকোর্টের সব কর্মকর্তা ও কর্মচারীর ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত টিকা কার্ড বা সনদ আগামী ১ আগস্ট হতে ৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শাখার সুপারিন্টেনডেন্ট এবং বেঞ্চ অফিসারের মাধ্যমে সহকারী রেজিষ্ট্রার (প্রশাসন) এর দফতরে পাঠাবেন। এ সময়ের মধ্যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া ভ্যাকসিন গ্রহণ না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।