মমতার ‘খেলা হবে’ দিবসের জবাবে বিজেপির পাল্টা ঘোষণা

25 July 2021, 5:46:09

আগামী ১৬ আগস্ট রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস পালনের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই দিনে ‘বাংলা বাঁচাও দিবস’ পালন করবে বিজেপি।

গত বুধবার এক ভার্চ্যুয়াল সভায় যোগ দিয়ে ‘খেলা হবে দিবস’ পালনের কথা জানান মমতা। এরপরই শনিবার ‘বাংলা বাঁচাও দিবস’ পালনের ঘোষণা দেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি জানান, ১৬ আগস্ট ‘বাংলা বাঁচাও দিবস’ হিসেবে পালন করবে পশ্চিমবঙ্গ বিজেপি। সেদিন বিভিন্ন সভা–সমাবেশে শাসক দলের অত্যাচার আর নির্যাতনের কাহিনি তুলে ধরা হবে। অত্যাচারের হাত থেকে বাংলাকে রক্ষার দাবিও করা হবে বলে জানান তিনি।

গত মার্চে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনি মাঠে রাজনৈতিক স্লোগান হিসাবে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘খেলা হবে’।

সেই সময় পশ্চিমবঙ্গের এক নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে মোদি বলেছিলেন, ‘দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে, শিক্ষা হবে, উন্নয়ন হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। ১০ বছর ধরে খেলেছেন। এবার খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে।’

কিন্তু নির্বাচনে বিজেপির ভরাডুবি হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবার তার সেই জনপ্রিয় স্লোগানে দিবস পালনের ঘোষণা দিলেন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।