কাজলি মাছের ঝোলের রেসিপি

31 July 2021, 6:32:50

উপকরণ :

১. কাজলি মাছ ৫০০ গ্রাম

২. পেঁয়াজ কুচি এক কাপ

৩. পেঁয়াজ বাটা এক টেবিল চামচ

৪. রসুন বাটা এক চা-চামচ

৫. হলুদ গুঁড়া আধা চা-চামচ

৬. মরিচ গুঁড়া আধা চা-চামচ

৭. কাঁচা মরিচ ৩-৪টি

৮. টমেটো কুচি একটি

৯. ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ

১০. তেল পরিমাণমতো

১১. লবণ স্বাদমতো

প্রণালি : মাছ ধুয়ে ঝরিয়ে নিন। এবার তাতে হলুদ ও মরিচের গুঁড়া, লবণ মেখে ১০ মিনিট রেখে দিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে কাটা পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু নরম হলে সব মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে কষান। মসলা কষা হলে তাতে দুই কাপ পানি দিন। অন্য একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে মাছ একটু লাল করে ভাজুন। এবার ভাজা মাছগুলো ফুটন্ত ঝোলের মধ্যে দিন। টমেটো কুচি দিন। কাঁচা মরিচ দিয়ে একটু ঝোল রেখে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।