বিশ্বের প্রথম টুইটের মূল্য ২৪ কোটি টাকা!

23 March 2021, 9:14:34

আজ থেকে দেড় দশক আগে চালু হয়েছিল টুইটার। ২০০৬ সালের ৬ মার্চ প্রথম টুইটটি করেছিলেন টুইটারের সিইও জ্যাক ডোরসি।

বিশ্বের প্রথম টুইটটি নিলামে বিক্রি হয়েছে ২৯ লাখ ডলারে। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৪ কোটি ৫৮ লাখ টাকা। ওই অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন বলে জানিয়েছেন ডোরসি।খবর রয়টার্সের।

ওই টুইটটি কিনেছেন সিনা স্টাভি নামে এক ব্যক্তি। তিনি ব্রিজ ওরাকেল নামে একটি কোম্পানির সিইও।

প্রথম টুইটে টুইটারের সিইও লিখেছিলেন— ‘just setting up my twttr’। ভ্যালুয়েবেলস নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিলাম করার সিদ্ধান্ত নেন ডোরসি।

ভ্যালুয়েবেলসের পক্ষ থেকে জানানো হয়েছে— এই টুইটটি খুবই মূল্যবান; কারণ এটিতে রয়েছে যিনি এটি করেছিলেন তার স্বাক্ষর।

আফ্রিকায় করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিলামের এ অর্থ ব্যয় করবেন বলে জানিয়েছেন টুইটারের সিইও জ্যাক ডোরসি।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।