টি-টোয়েন্টিতে ১০ হাজারি ক্লাবে কোহলি

26 September 2021, 9:37:55

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১০ হাজারি ক্লাবের সদস্য হলেন বিরাট কোহলি।

ক্রিকেট বিশ্বের এ সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪২ বলে তিন চার ও সমান ছক্কায় ৫১ রান করার পথে ১০ হাজারি ক্লাবের সদস্য হয়ে যান।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ১৪তম আসরের ৩৯তম ম্যাচ খেলতে নামার আগে টি-টোয়েন্টির সব ধরনের ৩১৩ ম্যাচে ৯ হাজার ৯৮৭ রান করেন বিরাট কোহলি।

টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ২৭৫ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ১১ হাজার ১৯৫ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান কায়রন পোলার্ড।

তৃতীয় সর্বোচ্চ ১০ হাজার ৮০৮ রান করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। ১০ হাজার ৩৮ রান করে চতুর্থ পজিশনে বিরাট কোহলি। আর ১০ হাজার ১৯ রান করে পঞ্চম পজিশনে আছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।