ভারতকে হারাতে পাকিস্তানের দরকার ১৫২ রান

24 October 2021, 10:27:19

আবুধাবিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির হাফসেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫১ রান সংগ্রহ করেছে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম জয়ের জন্য পাকিস্তানের দরকার ১৫২ রান।

ম্যাচের প্রথম ওভারের খেলায় শূন্যরানে সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা। এরপর ব্রাট হাতে সুবিধা করতে পারেননি আরেক ওপেনার লোকেশ রাহুলও। শাহিন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার আগে করেন মাত্র ৩ রান। তৃতীয় উইকেটে খেলতে করতে নেমে ইতিবাচক ব্যাটিংই করছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু ব্যক্তিগত ১১ রানে হাসান আলির বলে কটবিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন তিনিও।

মাত্র ৩১ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। তবে চতুর্থ উইকেট জুটিতে রিশাব পান্তকে সঙ্গে চাপ সামলে উঠেন দলীয় অধিনায়ক বিরাট কোহলি। ৩০ বলে ৩৯ রান তুলে ফেরেন পান্ত।

এদিকে খেলেই যাচ্ছেন বিরাট কোহলি। অপরাজিত রয়েছেন ৪৭ রানে। অন্যদিকে ৮ রানে খেলছেন রবিন্দ্রো জাদেজা।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।