দুই সপ্তাহ পর ডিএসইতে লেনদেন ছাড়াল ৬০০ কোটি টাকা

18 April 2021, 2:05:37

দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানের মাধ্যমে শেষ হয়েছে লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দুই সপ্তাহের বেশি সময় পর ডিএসইতে লেনদেন ছাড়াল ৬০০ কোটি টাকা।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে ৬০২ কোটি ৭৬ লাখ ৯১ হাজার টাকা। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত মার্চ মাসের ২৯ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিলো ৬৩৪ কোটি ৬৮ লাখ ১৩ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

রবিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার ৫৭২ টাকা। যা আগের দিনের তুলনায় দুই কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২০৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৭টি কোম্পানির। দর কমেছে ৮৬টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৩৩১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৪০ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪১৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৩০১ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৭৮২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭১ পয়েন্টে। সিএসআই তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮০ পয়েন্টে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।