টক মিষ্টি আচারী বেগুন

8 June 2021, 10:45:40

উপকরণঃ

– বেগুন বড় ১টি,

– লবণ ১ চা চামচ,

– হলুদ গুঁড়া ১ চা চামচ,

– পাঁচফোড়ন ১ চা চামচ,
– পেঁয়াজ বাটা ১ কাপ,

– রসুন বাটা ১ টেবিল চামচ,

– মরিচ গুঁড়া ১ চা চামচ,

– চিনি ১ টেবিল চামচ,

– তেঁতুল রস ৩ টেবিল চামচ,

– তেল ১/২ কাপ।

প্রণালীঃ বেগুন কেটে দুভাগ করুন। লম্বালম্বি করে কেটে দুভাগ করবেন বোঁটাসহ, এতে দেখতে সুন্দর লাগবে। কেটে নিয়ে ভেতর দিকে ছুরি দিয়ে চিড়ে নিতে হবে। তাতে মশলা ভেতরে ভালোভাবে ঢুকবে। এবার সামান্য হলুদ লবণ মাখিয়ে ভেজে নিন। সোনালী বাদামী রঙ ধরলে নামিয়ে নিন। প্যামে পাঁচফোড়ন, পেঁয়াজ মরিচ বাটা দিয়ে একটু কষিয়ে নিন। হলুদ-লবণ-মরিচ সাথে দিয়ে কষান।

এবার চিনি/গুড়, তেঁতুলের রস দিয়ে রান্না করুন। মশলা একটু ভুনা হয়ে আসলে বেগুন দিয়ে প্যান ঢেকে দিন। মিনিট পাঁচেক রান্না করুন। টক মিষ্টি আচারী বেগুন রেডি। পরিবেশন করতে পারবেন ভাত বা রুটির সাথে তো বটেই, সেই সাথে খিচুড়ি বা পোলাওয়ের সাথেও।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।