মুম্বাইয়ে ভবনধসে মৃত্যু ১১

10 June 2021, 10:08:15

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবনধসে পাশের একটি বস্তির ওপর পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

বুধবার (৯ জুন) রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের পাশাপাশি উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন: ‘যৌন উত্তেজক’ ইনজেকশন দিয়ে টানা ৮ বছর কিশোরীকে ধর্ষণ

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা থাকতে পারে। তাদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া পাশের আরেকটি তিনতলা ভবন থেকেও সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে পাশের ওই ভবনটি।
এদিকে ভবনধসে আহত লোকদের নেওয়া হয়েছে কানদিভালির একটি হাসপাতালে।
ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভবনধসে নিহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হয়ে হাসপাতালে নেওয়া ১৮ জনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র: আনন্দবাজার

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।