এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে আহত ৩

14 March 2021, 12:11:01

রাজধানীর বিমানবন্দরের সামনে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ভেঙে তিন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন চাইনিজ শ্রমিক এবং একজন বাংলাদেশি শ্রমিক রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক আহত কারই নাম জানা যায়নি।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিদিনের মতো বিমানবন্দরের সামনে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডারের কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ গাডার ধসের ঘটনা ঘটে। এতে তিনজন শ্রমিক আহত হন। যাদের মধ্যে দুইজন চীনা শ্রমিক এবং একজন বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গার্ডার ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখান থেকে আহত তিনজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা কীভাবে ভেঙে পড়লো সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।